WestBengalBangla

Apr 22 2024, 16:58

বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠান মনোনয়নপত্র জমা দিলেন

এসবি নিউজ ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে যোগদান ক্রিকেটার ইউসুফ পাঠানের। সোমবার মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়ে প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন। বহরমপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এই শোভাযাত্রায় বহু মহিলাদের মমতা ব্যানার্জির প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের কলস হাতে নিয়ে দেখা যায়। মনোনয়নপত্র জমা দিতে আসার সময় ইউসুফ পাঠানের সঙ্গে ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।

WestBengalBangla

Apr 22 2024, 14:58

নৈহাটিতে পার্থ ভৌমিকের পাড়ায় প্রচারে গিয়ে প্রয়াত তৃণমূল নেতা লালু দাকে স্মরণ করলেন অর্জুন সিং
এসবি নিউজ ব্যুরো: সোমবার নৈহাটিতে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের পাড়ায় প্রচার সারলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন তিনি চিলড্রেন পার্ক থেকে প্রচার শুরু করে পাঁচ নম্বর বাজার, আনন্দ বাজার হয়ে ২ নম্বর বিজয় নগর স্কুলের কাছে প্রচার শেষ করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "নৈহাটিতে এসে পুরানো স্মৃতি মনে পড়ল। প্রয়াত তৃণমূল নেতা লালু দার কথা মনে পড়ল। ওনাকে কিভাবে পার্থ ভৌমিক শেষ করলেন আজ সেটাই মনে পড়ল। " 

পাশাপাশি, এদিন তিনি বললেন,  নৈহাটির প্রাক্তন বিধায়ক তরুণ অধিকারীর বাড়ির সামনে সারাদিন বসে থাকতেন পার্থ ভৌমিক। তাঁর অভিযোগ, মিথ্যা অভিযোগে তরুণ অধিকারীর নার্সিংহোম ভাঙচুর করা হল। ৩০ লক্ষ টাকা দিয়ে রেহাই পেতে হয়েছিল তরুণ অধিকারিকে। ছবি:প্রবীর রায়।

WestBengalBangla

Apr 22 2024, 08:43

আজ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জোড়া সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


এসবি নিউজ ব্যুরো: মালদার পর আজ সোমবার উত্তরদিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জোড়া সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি প্রথম সভাটি করবেন চাকুলিয়ায়, দ্বিতীয় সভা করণদিঘী কিষান মান্ডির মাঠে । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে সেজে উঠেছে করণদিঘী ৷ সভাস্থলের কাজ প্রায় শেষ পর্যায়ে। রবিবার করণদিঘী সভাস্থল পরিদর্শন করেন ডি আই জি এন সুধীর কুমার, ডি আই জি সুমিত কুমার, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তার, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল । করণদিঘী তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম পাল জানান, "এই প্রথমবার করণদিঘীতে আসছেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সভায় সাধারণ মানুষের বেশ উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রায় লক্ষাধিক মানুষ এই সভায় উপস্থিত হবেন বলে  আশা করছেন বিধায়ক।রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ওনার তৃতীয়বার উত্তর দিনাজপুর জেলা সফর। প্রথমবার হেমতাবাদ, দ্বিতীয়বার ইসলামপুর নির্বাচনী জনসভা করে গিয়েছেন।  ভোটের দোড়গড়ায়  তৃতীয়বার করণদিঘী এবং চাকুলিয়ায় নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জে নির্বাচনী জনসভা না করলেও শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত পদযাত্রা করেছেন। এবারের নির্বাচনে শুধুমাত্র কালিয়াগঞ্জ বাদ দিয়ে ৫ টি বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

WestBengalBangla

Apr 21 2024, 20:28

Sports News
Sports /খেলা #Sports News #IPL#KOLKATA#Streetbuzz

আজ আইপিএলে ইডেনে রয়াল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে হারালো কেকেআর বি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

WestBengalBangla

Apr 21 2024, 18:17

বাংলার মালদহের সভায়,দূর্নীতির প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ রাজনাথের

এসবি নিউজ ব্যুরো: আজ রবিবার মালদহের নালাগোলার সভা থেকে দূর্নীতির প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বেলা ৩টা নাগাদ হেলিকপ্টারে করে উত্তর মালদহের বিজেপির প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে ভোট প্রচারে আসেন তিনি। তিনি তার ভাষণে বলেন,“ বাংলায় তৃণমূলের আমলে দূর্নীতি হয়েছে। তৃণমূলের অনেক নেতা মন্ত্রী দূর্নীতির দায়ে জেলে বন্দী। বাংলা মহাপ্রভু শ্রীচৈতন্য দেব, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহাপুরুষদের পুর্ণ্য জন্মভূমি।"উত্তর ২৪ পরগনার সন্দেশখালির প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। তিনি বলেন,“মমতাদির নামই শুধু মমতা আছে। স্বভাব, কাজে তাঁর মমতা নেই।” আবাস যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যান যোজনা নিয়েও তিনি সরব হন। তৃণমূলের পাশাপাশি কংগ্রেসকেও কটাক্ষ করলেন রাজনাথ সিং।


এরপর, তিনি দার্জিলিং লোকসভা আসনে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে সভা করতে বিশেষ হেলিকপ্টারে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে যান শিলিগুড়িতে। বিজেপি সূত্রে জানা গিয়েছে যে এদিন শিলিগুড়ির টিকিয়াপাড়ায় দার্জিলিং লোকসভা আসনে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে সভা করবেন। এদিনের এই সভা থেকে তিনি কি বার্তা দেন সেই দিকে তাকিয়ে রয়েছে বিজেপির নেতা কর্মী সমর্থকরা। এবারের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। তাই এবার দেশ জুড়ে প্রচারে বেশি জোর দিচ্ছে বিজেপি।

WestBengalBangla

Apr 21 2024, 14:49

বেঙ্গল প্রো টি ২০ প্রতিযোগিতায়, রেশমী গ্রুপের 'রেশমী মেদিনীপুর উইজার্ডস" দলের লোগো উদ্বোধন

Sports News/ খেলা

খবর কলকাতা: সিএবি আয়োজিত আসন্ন বেঙ্গল "প্রো টি ২০" প্রতিযোগিতা উপলক্ষ্যে রেশমী গ্রুপ তাদের রেশমী মেদিনীপুর উইজার্ডস দলের লোগো আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করল। গতকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বাংলার ক্রিকেট দলের কোচ লক্ষ্মী রতন শুক্লা। এছাড়াও উপস্থিত ছিলেন রেশমী গ্রুপের চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকরা ।

ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)

WestBengalBangla

Apr 21 2024, 11:11

बैरकपुर से बीजेपी उम्मीदवार अर्जुन सिंह ने भीषण गर्मी के बावजूद प्रचार किया
खबर कोलकाता: बैरकपुर लोकसभा सीट से बीजेपी उम्मीदवार अर्जुन सिंह रविवार सुबह चिलचिलाती गर्मी के बावजूद प्रचार करने निकले. इस दिन उन्होंने बैरकपुर अर्दली बाजार से घर-घर जाकर चुनाव प्रचार शुरू किया. चिलचिलाती गर्मी में प्रचार करना कैसा लगता है, इसके जवाब में उन्होंने कहा, 'भगवान भगवान का काम कर रहे हैं, हम अपना काम कर रहे हैं.' फोटो: प्रवीर रॉय.

WestBengalBangla

Apr 21 2024, 09:22

*কবিতা*
*"অন্ধ খুড়ো"**

গোপাল মাঝি

পাড়ার মধ্যে বাস করতো
        মাঝি অনিল খুড়ো,
বয়স তার পঞ্চাশ হবে
       নয়তো আদৌ বুড়ো |
দেহের গঠন ভালই ছিল
       পরিশ্রমী অতি,
প্রতি কাজের ক্ষেত্রে তার
       ছিল খুবই গতি |
স্ত্রী -সন্তান নিয়ে ছিল
       একান্নবর্তী সংসার,
চাহিদা মেটাতে গিয়ে সে
       হতো জেরবার |
হঠাৎ রোগে চোখ দু'টি
       হয়ে যায় বন্ধ,
চিকিৎসাতে ফল মিললো না
       হতে হলো অন্ধ ।
হাঁটতে গিয়ে অবলম্বন তার
       একটি মাত্র লাঠি,
চলতে পথে বলে দিতো
        এ'টা কার বাড়ী ।
অবাক হয়ে বলতো সবাই
       কেমন করে হয়,
দেখলে চোখে সত্যিই তো
        হতে হয় বিস্ময়!
চোখ অন্ধ হওয়ায় সে
       হারিয়ে ফেলেছে দৃষ্টি,
সঠিক ভাবে বলছে কারণ
       নষ্ট হয়নি স্মৃতি ।

WestBengalBangla

Apr 21 2024, 07:21

কংগ্রেস ক্ষমতায় আসলে একজন শ্রমিক MNREGA-তে 400 টাকার কম মজুরি পাবেন না-মালিকার্জুন খাড়গে

এসবি নিউজ ব্যুরো: মোদির গ্যারান্টি নিয়ে তীব্র আক্রমণ  কংগ্রেসের জাতীয় সভাপতি মালিকার্জুন খাড়গে। এদিন বিহারের কিশানগঞ্জ জেলার বাহাদুরগঞ্জের লোহাগাড়া হাটে খাড়গে বলেন, লোকসভা নির্বাচন 2024 একটি সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচন দেশ ও সংবিধান বাঁচানোর নির্বাচন। এতে কোনো ভুল থাকলে তা নষ্ট হয়ে যাবে। কেউ জাতপাতের নামে উস্কানি দেবে আবার কেউ ধর্মের নামে উস্কানি দেবে। তিনি বলেছিলেন যে আপনাকে দেখতে হবে নরেন্দ্র মোদীজি কত প্রতিশ্রুতি দিয়েছেন এবং কোনও প্রতিশ্রুতি পূরণ করেছেন কিনা। তিনি প্রশ্ন করেছিলেন মোদীজি কি ২০ কোটি চাকরি দিয়েছেন? মোদীজিকে মিথ্যার ওস্তাদ বললে কি ভুল হবে? খড়গে তার বক্তৃতায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অনেক প্রশংসা করেন। খড়গে বলেন, 2014 সালে পেট্রোলের দাম ছিল 66 টাকা। এটি 2024 সালে 110 টাকা হয়ে যাবে। ইউপিএ-তে ডিজেল ছিল 52 টাকা।এলপিজি ছিল ৪১৪টি। এটা এখন 1000. 10 কেজি আটার দাম ছিল 210 টাকা। আজ এটি 447। দেশি ঘি পাওয়া যেত প্রতি কেজি ৩০০ টাকায়। এখন ছিল 700। ডাল ছিল 80 টাকা। আজ তা সাধারণ মানুষের নাগালের বাইরে হয়ে গেছে। মূল্যস্ফীতি এত বেড়েছে। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে তিনি বলেন, আপনার স্লোগান সবকা সাথ নয়, সবকা বিকাশ। তুমি সবাইকে ধ্বংসের মুখে ফেলে দেবে। 33 কোটি দেব-দেবীর আরাধনাকারী মোদি ১৪০ কোটি মানুষের যত্ন নিতে পারছেন না।হয়। ঐক্যবদ্ধ হলে মোদী সাহেব পালিয়ে যাবে। তিনি বলেন, ইউপিএ সরকারের আমলে এএমইউ কেন্দ্রের উদ্বোধন করেছিলেন সোনিয়া গান্ধী। আপনি 10 বছর অতিবাহিত করেছেন কিন্তু টাকা মুক্তি পায়নি। তিনি বলেন, ১০ বছরে ১ লাখ শিশু আত্মহত্যা করেছে। মঞ্চ থেকে লালুপ্রসাদ যাদবকে নিয়ে আলোচনা করেন খড়গে। তিনি বলেন, মোদি সরকার রেল বিক্রি করেছে, বিমানবন্দর বিক্রি করেছে। মোদীজির শিষ্যরাও আসবেন। কারো কাছে কিছুদিতে হবে না- এটাই মোদির গ্যারান্টি। তিনি বলেছিলেন যে মোদীজি বলেছিলেন যে তিনি 1 লাখ 25 হাজার কোটি টাকার প্যাকেজ দেবেন। অখিলেশ জি অনুগ্রহ করে এটি খুঁজে বের করুন এবং নিয়ে আসুন। আসলে তিনি বলেছিলেন যে এটি বিহারকে দেওয়ার পরিবর্তে আদানিকে দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে লক্ষ্য করে বলেন, তেজস্বী যাদব, তাকে বারবার কাকা বলবেন না।তিনি বলেন, আমরা এই গ্যারান্টি দিচ্ছি। ভারত জোড়ো যাত্রা বের করলেন রাহুল গান্ধী। বিদ্বেষের বাজারে প্রেমের দোকান খুলছেরাহুল বলেছিলেন। মল্লিকার্জুন খড়গে বলেছেন যে কেন্দ্রে ভারত জোট সরকার গঠিত হলে যুবকদের 1 লক্ষ টাকা দেওয়া হবে। দরিদ্র মহিলাদের জন্য প্রতি বছর এক লাখ টাকা দেবে। সাবিত্রীবাই ফুলে প্রতিটি জেলায় মহিলা হোস্টেল খুলবেন, কৃষকদের জন্য একটি স্কিম আনবেন, একটি ঋণ মকুব স্কিম আনবেন, একজন শ্রমিক MNREGA-তে 400 টাকার কম মজুরি পাবেন না, চুক্তির জন্য একটি স্কিম আনবেন, জাতিশুমারি আপনার জন্য সমৃদ্ধি।

WestBengalBangla

Apr 21 2024, 07:20

ডিডি নিউজের লোগো বদল, জাফরান রঙ দেখে বিরোধীরা ক্ষুব্ধ, বললেন- এটা 'প্রসার ভারতী' নয় 'প্রচার ভারতী'
#dd_changed_its_logo_to_saffron


এসবি নিউজ ব্যুরো: বদলে গিয়েছে দূরদর্শন চ্যানেলের লোগো। রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারকারী, প্রসার ভারতী দূরদর্শনের নিউজ চ্যানেল ডিডি নিউজের লোগোর রঙ লাল থেকে পরিবর্তন করে 'জাফরান' করেছে। মানুষ "জাফরান" হওয়ার সাথে সাথে বিরোধী দলগুলি আক্রমণ শুরু করে। সম্প্রতি  ডিডি নিউজের কর্মকর্তা মোএক্স হ্যান্ডেল থেকে ঘোষণাটি করা হয়েছিল। একটি পোস্ট দিয়ে বলা হয়েছিল, 'যদিও আমাদের মান একই থাকে, আমরা এখন একটি নতুন অবতারে উপলব্ধ। এমন একটি সংবাদ যাত্রার জন্য প্রস্তুত হোন যা আগে কখনো দেখা যায়নি... সমস্ত নতুন ডিডি নিউজের অভিজ্ঞতা নিন। চ্যানেলটি আরও লিখেছে, “আমাদের সাহস আছে এটা বলার জন্য: গতির চেয়ে নির্ভুলতা, দাবির চেয়ে সত্য, চাঞ্চল্যকরতার চেয়ে সত্য… কারণ এটি যদি ডিডি নিউজে থাকে তবে এটি সত্য!ডিডি নিউজ - ভরোসা সাচ কা।"
*চ্যানেলটিকে জাফরানাইজ করার অভিযোগ*
ডিডির লোগো পরিবর্তন নিয়ে সবচেয়ে বেশি ক্ষুব্ধ বিরোধীরা। বিরোধীরা বলছে চ্যানেলটিকে জাফরানি করা হচ্ছে। বিরোধী নেতাদের প্রশ্ন, লোকসভা নির্বাচনের আগে ডিডির লোগো বদলানোর পর বিরোধীদের প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে। TAC-এর রাজ্যসভার সাংসদ জওহর সরকার এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, দূরদর্শন আছেঐতিহাসিক ফ্ল্যাগশিপ লোগোটি জাফরানে রঙ করা হয়েছে। একজন প্রাক্তন সিইও হিসাবে, আমি উদ্বেগের সাথে এর জাফরানাইজেশন দেখছি। আমি এটাও অনুভব করছি যে এটি আর প্রসার ভারতী নয়, এটি প্রচার ভারতী। আমরা আপনাকে বলি যে জওহর সরকার 2012 থেকে 2014 সালের মধ্যে প্রসার ভারতীর সিইও ছিলেন।
*এই সরকার প্রতিষ্ঠান দখলের চেষ্টা করছে-মণীশ তিওয়ারি* একইসঙ্গে কংগ্রেসের মণীশ তিওয়ারি অভিযোগ করেন, দূরদর্শনের লোগোর রংডিডির নতুন লোগো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসছে সরকারি প্রতিষ্ঠানগুলোকে দখলে নিতে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এর সমালোচনা করছেন। অনেক ব্যবহারকারী বলেছেন- এটা জাফরান, নির্বাচনের আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
*প্রসার ভারতীর সিইও ব্যাখ্যা দিয়েছেন*
জনগণকে নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী সংবাদপত্রকে বলেছেন,নতুন লোগোতে কমলা রঙটি আকর্ষণীয় বলে জানিয়েছেন। তিনি বলেছিলেন যে কয়েক মাস আগে, G-20 শীর্ষ সম্মেলনকে সামনে রেখে, আমরা ডিডি ইন্ডিয়াকে একটি নতুন উপায়ে উপস্থাপন করেছি এবং এই ধারাবাহিকতায় চ্যানেলের জন্য গ্রাফিক্স নির্ধারণ করেছি। গৌরব দ্বিবেদী বলেছিলেন যে একই সময়ে তিনি দৃশ্য এবং প্রযুক্তিগতভাবে ডিডি নিউজকে একটি নতুন অবতারে আনার কাজ শুরু করেছিলেন। আমরা যদি বর্তমানে ডিডি ন্যাশনালের কথা বলি, তবে এর লোগো নীল এবং জাফরান।তিনি বলেন, উজ্জ্বল ও আকর্ষণীয় রঙের ব্যবহার সম্পূর্ণভাবে চ্যানেলের ব্র্যান্ডিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এতে ভিন্ন কিছু নেই। দ্বিবেদী বলেছিলেন যে এটি কেবল একটি লোগো নয়, চ্যানেলটির সম্পূর্ণ চেহারা এবং অনুভূতি উন্নত করা হয়েছে এবং আমাদের কাছে নতুন সেট, নতুন লাইট, লোকেদের বসার ব্যবস্থা সহ সরঞ্জাম রয়েছে।